মৃত্যুর দরজা ( পরাবাস্তব কবিতা)


মৃত্যুর দরজাগুলো টর্নেডোর আঘাতে
একটার সাথে আরেকটা ধাক্কা খাচ্ছে
একদমই খোলা মৃত্যুর দরজাগুলো
একে একে ছুটে আসছে তীব্রগতিতে, কঠিন ক্ষিপ্রতায়
সবার আগে আছে মাদকের করাল গ্রাস
দ্বিতীয়তে ভেজাল খাদ্যদ্রব্য
মারাত্মক ক্ষিপ্রতায় ছুটে আসছে
ফরমালিন, কার্বাইড মেশানো ফলমূল, শাকসবজি
প্লাটিলেটের জম ডেঙ্গু অনেকের জীবন তছনছ করে ফেলেছে
এখনো বহাল তবিয়তেই জীবন হন্তারকের ভূমিকায় অগ্রগামী
আতংক চারপাশে, মন্ত্রী শান্ত্রী ভয়ে বিদেশে সফররত
বিশেষ ভূমিকায় তাড়িয়ে বেড়াচ্ছে
ক্রস ক্রস খেলা
পরাজিত, অবনমিতরা গাছ পুড়িয়ে করছে সাবাড়
কার্বনডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বন
স্লো আজরাইলের ভূমিকায় ধুকাচ্ছে
সীমান্ত হত্যা এ এক ভয়ানক মৃত্যুর দরজার নাম
রামদা, চাইনিজ কুড়াল, হাতুড়ি
এসব এখন মামুলি ব্যপার
এসব মৃত্যুর দরজা সিংহদরজার বাইরে থাকে
যাকগে সেসব, কি সৌভাগ্য আমাদের
দেখুন আমরা এখনো ধুঁকেধুঁকে মরে বেঁচে আছি।
হয়তো আমরা কোন গাড়ির চাকায় পিষ্ট হওয়ার অপেক্ষায়
তখন আমাদের সে মৃত্যুর দরজার নাম কি হবে?
হয়তো অপমৃত্যু, নতুবা আত্মহত্যা বলে চালিয়ে নেওয়া যাবে।


#বেনাপোল
১৬/০৯/২০১৯