জীবনের অপর নাম দৌড়
জীবন থেমে যাবে দৌড়ও থেমে যাবে একদিন
জীবনের পরম স্বাদ স্বপ্নবৎ জগৎ
দেখার তৃষ্ণাও একদিন শেষ হয়ে যাবে
স্মৃতিচিহ্ন রয়ে যাবে কারো না কারোর মনে মিশরের পিরামিড যেমন।


মৃত্যু, সর্বগ্রাসী মৃত্যু সব খেয়ে ফেলবে
বড় বড় অট্টালিকা, দালানবাড়ি, মাঠের পর মাঠ, নদীজল সমুদ্রজল, সমুদ্রতট সব, সব উজাড় করে ফেলবে
কোন এক শতাব্দী পর ফু্ঁড়ে উঠবে সেসব ; যেমন মহাস্থানগড় অথবা পাহাড়পুরের বৌদ্ধবিহার বা মুসলিম অধ্যুষিত কোন অঞ্চল।


সবই যাবে সেই খাদকের পেটে
সভ্যতার পর সভ্যতা পাল্টাবে
ক্ষয় রোগের জের ছাড়বেনা কোন সভ্যতাকে
"পৃথিবীর সবকিছু মেকি আর ফাঁকি"
এ নাটক চলতেই থাকবে পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত
শুধু মৃত্যু থাকবে অপরিবর্তিত এবং সত্য হয়েই থেকে যাবে
মৃত্যুই সত্য,মৃত্যুই সুন্দর,  মৃত্যুই নিখুঁত!


#বেনাপোল
৪ বৈশাখ ১৪২৫
১৮/০৫/২০১৮