নলখাগড়ার বেড়ায় ভালোবাসার বন্ধন
একটি ঘর একটি শোভিত অঙ্গন
মাচায় মাচায় শোভিত শিমলতা
মর্মর ধ্বনিতে কম্পিত বাঁশপাতা
রাতভোর ঝিঁঝিঁ পোকার সুরেলা গান
একটি কর্মব্যস্ত সুন্দর জীবন
স্নিগ্ধ দুপুরে কোকিলের সুর
একটি সুন্দর জীবন- প্রাণে ভরপুর
চড়ুইয়ের প্রফুল্ল ডানার মৃদু কম্পন
জীবনে আনে সুখ সারাক্ষণ
একাকী ভাবনা বিহীন খোলা প্রান্তর
ধুয়ে যায় জঞ্জাল সব ভাবনা অবান্তর
কদমের মগডালে মৌমাছির গান
দু'দণ্ড শান্তি সেথায় - ভরে ওঠে প্রাণ
দিবস রজনী নদীর ঢেউয়ে শুনবে গান
জুড়াবে সেথা হৃদয়খানি কষ্ট থেকে ত্রাণ ।


বেনাপোল
২৬/০৭/২০১৫