জানিনা, মোটেই জানিনা নামটি তোর
হয়তো দু'চারজন আছে উদ্ভিদকলা পড়া লোক
যারা তোর নাম ও ঠিকুজি মুখস্থ করেছে মাত্র
ভালোবাসেনিরে তোকে, আমি নিশ্চিতভাবে
ও অবলিলায় বলতে পারি এবং অনুভবি
জ্বলে-পুড়ে খাঁক হয়ে কত সুন্দর তোর অন্তর!


কবি ছাড়া তোকে বুঝবে কে বল?
তোর ভেতরবাড়ির অন্দরে লুক্কায়িত
সৌন্দর্যময় গোপন কষ্ট, ভেতরে গোপন ব্যথা
কবিই তো বুঝে, কবিরা অন্তত
ব্যথাতুর হৃদয়ের সাথে কখনোই করেনা ছল!


আমিও যে কবি, অন্তত কবিতার সাথেই থাকি
বাঁচিও কবিতা নিয়ে ; অন্তত একজন মৌন কবি
জ্বলছি বহুকালধরে পুড়ে খাঁক হয়ে
হবো বলে শুদ্ধ মানব এক, হবে বিশুদ্ধ অন্তর।


#বেনাপোল
২৩ বৈশাখ, ১৪২৫
০৬/০৫/২০১৮