এখন অমিক্রনের যুগ
চলছে
চলছে আলফা, বিটা, ডেলটা
থিটা, মিঠা ও লাঠিসোঁটার যুগ।
আমরা শুধু দেখছি চেয়ে
হুন্ডি,হোন্ডা ও গুন্ডার ভোগ।
আমাদের হয়েছে গন্ধ পঁচা রোগ
মিথ্যা বলছি অহরহ , ঢাকছি সত্য
এটাই এসময়ের মনলোগ।
বিয়োগ বুঝিনা মোটেই
বুঝি শুধু যেভাবেই হোক
করতে হবে যোগ, যোগে জলযোগ।
ঢেউয়ের তালে নৌকা চলে
লাগেনা কোন পাল
মাছ থাকে না খালে বিলে
অচল হয়েছে সুতোর জাল।
হুন্ডায় চড়ে মদ্দরা হেঁটে চলে
জাহাজ চলে দুর আকাশে
বিমান চলে অকটেন ছাড়া
গভীর জলের তলে।
অন্ধ জনে দেখে বেশি
মুর্খরা সব জ্ঞানীর কান মলে।
ছিঃ ছিঃ বলছি এসব কি?
আমার হয়েছে এক রোগ
গুন্ডাজনে একথা বলে।


#বেনাপোল
০২/১২/২০২১