তোমার অধিক সৌন্দর্যই
তোমার শাপ যতো
আইরিশ কবি ইয়েটসের প্রেমিকা
মডগনের মতো ।
দাম্ভিক সুন্দরী মডগন
কবিকে করেছিল প্রত্যাখ্যাত
তুমিই বা কম কীসের
সৌন্দর্যই করেছিল তোমাকে তাড়িত ।
হেলেনের রূপেই বিধ্বংস ট্রয়
দ্বিতীয় ট্রয় কী আর আছে ?
জ্বালাবে আগুন করবে ধ্বংস
অন্যকে নিয়ে কী
সুখী হয়েছিলে পাছে ?
তুমি ভালোবাসার সাথে
করেছিলে বিশ্বাসঘাতকতা
এফ্রোডাইটির মতোই ছিল
তোমার সৌন্দর্যের মাদকতা ।
তাইতো তুমি ভালোবাসলেই
ভালোবাসা শেষ হবে
তোমার অধিক সৌন্দর্যই শাপ
ইতিহাস হয়ে রবে ।


বেনাপোল
০৫/০৭/২০১৫
কবিতার চরিত্রের সাথে বাস্তবে কারো চরিত্র মিলে গেলে ক‌বি দায়ী নয় ।