আকাশ ভরা ঝলমলে রোদ্দুর
তবু নেই শান্তি কোথা
শান্তির ঠিকানা কোথা, কতদূর!
শ্রাবণেও নেই কোন কার্পণ্য
ঝর্ণাধারা সবখানে
তবু এ পৃথিবী বহু অচেনা
হারিয়েছে সব লাবণ্য।
জীবন আছে, নেই বুক ভরা নিশ্বাস
কখন বন্ধ হয়ে যায় দম
নেই সামান্যতম বিশ্বাস।
বুক আছে, মন আছে শূন্যতায় ভরা
জমিনে অভাব নেই জলের
তবু ধরেছে ফাটল
এখন জগত জুড়ে ভীষণ ক্ষরা!
মানুষ আছে, হারিয়েছে মানবিকতা
তার বদলে -
যত্রতত্র নির্বিকার অনিঃশেষ পাশবিকতা।
#বেনাপোল
২৮/০৭/২০২১
©Md Abdul Hafiz