বোতাম খোলা কোট পরে হাঁটা যাচ্ছেনা আর
উত্তর-দক্ষিণের এলোপাতাড়ি খোলা হাওয়ায় ফুলেফেঁপে উঠছে বুকের ভিতর
বাতাসের বেগে হাঁটার গতি হয়ে যাচ্ছে শ্লথ
বাতাসের সাথে ঢুকে পড়ছে ফাল্গুনী হাওয়ার স্পর্শ
নতুন পাতা, নতুন ফুল,নতুন আমেজের স্পর্শ
চোখে দেখা যাইনা তবে ভরে যাচ্ছে বুক।
লিখছি -
এরইমধ্যে ছেদ ঘটালো এক শিক্ষক
ইংরেজি পড়ায়
গুরু ছাড়া সম্বোধন করে না কখনো
একটা দামি প্রাইভেট জুটিয়ে দিয়েছি
সেখানে সে সুনাম পেয়েছে ভালো শিক্ষক হিসাবেই
অথচ ক'দিন আগেই চাকুরি হারিয়েছে সে
প্রাইভেট স্কুল, অভ্যন্তরীণ রাজনীতির
প্রকটতায়
সত্যকে সত্য বলাতেই তাঁকে বহিষ্কার
যাইহোক তাঁর একটা খবরে আমার
কোটের ভিতরটা আরো ভরে উঠলো।
আমার হৃদয় নেচে উঠছে সহসাই
বাসন্তিক উচ্ছাসে
আর দেরি নেয়, দোরগোড়ায় বসন্ত
কোকিল এখনো ডাকেনি তবুও কুহুতান আমার হৃদয়ে
ফুল ফোটেনি এখনো, তবু ফুলের গন্ধে দিশেহারা
ঝরাপাতার মর্মর শব্দে আমি আত্মহারা।
বসন্ত আসছে
হাওয়ায় আনন্দ ভাসছে
প্রতিদিন ভোরের প্রথম সূর্য হাসছে।
চাঁদ আছে অপেক্ষায় জোছনা ছড়ানোর
আছি আমিও অধীর অপেক্ষায়
বসন্তের
আছি অপেক্ষায় ভিতরবাহির সৌন্দর্যের।
#বেনাপোল
১০/০২/২০২১
২৭ মাঘ,১৪২৭