#ভালবাসা
            
প্রথম পর্বঃ
মোঃ আব্দুল হাফিজ


পাশাপাশি আছি বসে- দু'জনে অনেকক্ষণ
তবুও হচ্ছে না কথা , কষ্ট পাচ্ছি প্রতিক্ষণ।
ভালোবাসা!
সেতো , কষ্টে থাকা আজীবন।
সখা , ভালোবাসা মানেই তো আমরণ এক রক্ত রণাঙ্গন ।
কথা বলবো কেন ?
তুমি আর একটিও চিঠি লিখনা । কেন ?
লিখনা কেন ? বলতো !
আত্মা ছাড়া যেমন মানুষ-
চিঠি ছাড়া তেমনি ভালবাসা ।
তমিই তো বলতে :
"চিঠি হলো ভালবাসার প্রাণ ।"


দ্বিতীয় পর্বঃ
আমেনা নাজনীন ডানা , পুরাতন ঢাকা ।


সখী , ভালোবাসা মানেই কী আমরণ যন্ত্রণা ?
সে কী কেবলই অশ্রু ? ভালোবাসাই তো বাঁচার প্রেরণা ।
ভালোবাসা মানেই তো লাল নীল স্বপ্নের জাল বোনা ।
জেনে রাখবে , ভালোবাসা রক্তই ঝরায় না :
নিষ্ঠুর পৃথিবীকে হাজার রঙ্গে- বর্ণে সাজিয়ে দেয় সে ।
ভালোবাসার একটু দূরত্ব কতটা দূরে রাখে-
তারও অনেক বেশি কাছে টানে ।
আর তাই তো এত বছর পর তোমায় খুঁজে ফেরা :
তোমার চোখে চোখ রাখা ।
চিঠি দেইনি তো কী হয়েছে ?
অভিমান করোনা-
কোন ঝড়ই আমার পথ আটকাতে পারেনি ।
আমি ঠিক তোমারই আছি ।

বেনাপোল, যশোর
১৮/০৪/২০১৫