বৃষ্টির দিনে
ভাবি আনমনে
কোথায় , তুমি কোন সুদুরে ?
কাল মেঘে ঢাকা আকাশ
আজ বাইশে শ্রাবণ
মন ভাল নেই
ছোঁয়া যায়না তোমায়
তুমি কী আকাশের তারা ?
বাংলায় আজ শুধুই শোক
কাঁদে বাংলা , কাঁদে বিশ্ব
বাইশে শ্রাবণ আজ
আজকেই হয়েছিল তোমার পরলোক ।
বাংলা সাহিত্যে তোমার অবদান
কবিতায় , গল্পে , উপন্যাসে
অথবা গানে । কোথায় তুমি নেই ?
গনণাবিহীন , অপরিমেয়
তোমার অবদান- অফুরাণ ।
তুমি ছাড়া বাংলা সাহিত্য অস্তিত্বহীন
তোমার কবিতায় মানবতা
গল্পে সাজানো সংসার
এবং মানুষ হবার উপাদান
আর গান !
সেতো বিরহের মাঝে আনন্দধারা
পথহারা খুঁজে পায় দিশা
দুর হয় অন্ধকার অমনিশা ।


বেনাপোল
২২শে শ্রাবণ ১৪২২
০৬/০৮/২০১৫