জীবন !
অদ্ভূত একটা শব্দ ও সময়ের সঙ্গী
মরণ !
নির্মম সত্য - নেই তার অঙ্গ-ভঙ্গী
শিশু থেকে পৌঁছে কৈশরে
যৌবন থেকেই -
মরণ , তাড়া শুরু করে
বার্ধক্যে এসে
আবার শিশুর ভূমিকায় -
কথা বলে হেসে হেসে ।
জীবন পোঁকায় খায়
পারেনা তাড়াতে-
শরীরে বসা ঘিনঘিনে মাছিটিও
মনে জেঁকে বসে ঘুন পোঁকা
ক্ষয়ে পড়ে ঘুন ।
সময়ের বিবর্তনে ঢিলে হয়
কোমরের পাজামা  
খুলে পড়ে মোজা জোড়া
ঝুলে পড়ে শখ করে পরা পাল্টালুন
শক্তিহীন হয়ে যায় -
কোন একসময়ের দম্ভভরা অঙ্গ
আয়েশি শখের নরম বিছানায়
জীবনের খেলা হয় সাঙ্গ ।


বেনাপোল
১৯/০৮/২০১৫
দুপুর ৩ :৪৫ ও রাত ১০: ৫৯ মি.