এখন আর চিঠি লেখা হয়না
অপেক্ষা করতে হয়না -
কখন আসবে ডাকপিয়ন ।


হ্যাচাক চেরাগ আর নয়
বিদেশি সব চার্জলাইট
পথে জ্বলে বাতি নিয়ন ।


কবেই গেছে টেলিগ্রাম
রেডিও হয়েছে এফ এম
জাদুঘরেও অস্তিত্বহীন ট্রাম ।


ঘরে ঘরে এন্ড্রয়িডের বিস্তার
আবদ্ধ জীবন মিনিটের কাঁটায়
সবই জড় - আবেগ নেই আর ।


বাড়ন্ত সভ্যতার বিপর্যয়
খানা খন্দে চলে মানুষ
পরিবহন চলে রাস্তায় ।


বিলাসিতায় অতিষ্ঠ জীবন
গাড়ি ছাড়া যায়না চলা
স্ট্রোক অথবা পক্ষাঘাতে মরণ ।


বেনাপোল
১৭/০৬/২০১৫