শীতকালের শুরু
পৌষ এসেছে আদাজল খেয়ে
প্রথম কিস্তিতেই বাজিমাত
ঘরমুখো করেছে প্রাণীকুলকে একেবারেই
সবাই কাঁপছে হুহু করে
রাস্তার ধারের খেঁকি কুকুরও জবুথবু
ছাউনির নিচে গিয়ে বাঁচতে চাই ।


বাড়াবাড়ি রকমের কুয়াশা ভাসছে শূন্যে
জমে উঠছে সুযোগ পেলেই
হিমশীতল শরীর -অনুভূতিহীন ঈন্দ্রীয়
গরম চা নিমিষেই ঠাণ্ডা ।


শিশু কিশোর - কিশোরী পড়াশোনা ছেড়েছে
ঢুকে পড়ে লেপের নীচে
আর মায়ের ভয়ে ছড়া বা নামতা আওড়ায়।


কুয়াশার চাদর ঢেকে দেয় দিনের আলো
এমনকি সবার মুখে মুখে কুয়াশা
জমে উঠে শিশিরবিন্দু হয়ে
গাছে গাছে - আনাচে কানাচে
মাঝে মাঝে শিশির ও রোদের মিতালী ।


ঠকঠক করে কেঁপে উঠে হাত
সাথে কলমটিও
কবিতা কাঁপে - গল্প কাঁপে
কাঁপে উপন্যাসও
কবি লেখকের সাথে তারাও কুঁকড়ে যায়
সেঁধিয়ে যায় লেপের নীচে ।


বেনাপোল
১৮ পৌষ ১৪২২
০১ জানুয়ারি , ২০১৬