আষাঢ়ের শেষদিন
পশ্চিম কোণে জমেছে কালো মেঘ
বিকেলের মৃত্যু ঘনিয়ে এসেছে
নেমে আসবে ঘুটঘুটে অন্ধকার
সাথে আসবে অবিরাম বৃষ্টি
শ্রাবণের আগমনীর অগ্রীম বার্তা ।
লাউয়ের ডগার উদ্দাম নৃত্য
গ্রামের আলপথে গ্রাম্য বধূ
শিরশিরে হাওয়ায় স্নান করে নিল একবার:
দূরগামী মানুষেরা শশব্যস্ত
বাড়ি পৌঁছতে হবে ত্বরা ।
শুধ ত্বরা নেই-
পৃথিবীর কবরে শুয়ে থাকা মানবদের
কে জানে ?
কেমন আছে তারা !
হঠাৎই কালো আঁধারের বুক চিরে
একফালি চাঁদ উঁকি দিল
সুগন্ধা - তোমার আবছা মুখখানি
আঘাত করল আমার বুকে ।


বেনাপোল
৩০ আষাঢ় , ১৪২৩
১৫/০৭/২০১৬