আমার জীবনাকাশ কালো মেঘে ঢাকা ছিল
তারাহীন আকাশ ভরে ছিল বিষন্নতায়
একদিন হঠাৎ তোর আগমনে মেঘেরা  মিলিয়ে গেল দূরে কোথাও
তারাহীন আকাশে ফুটে উঠল অসংখ্য তারা
অসংখ্য তারার মাঝে তুই নিজস্ব দিপ্তীতে
জ্বলজ্বল করে জ্বলে উঠলি
আমার জীবনের ধারাপাতে
বিয়োগ হলো যোগ
আর ভাগ হলো গুণ
তুইতো আমার জীবনের ধ্রুব তারা


বেনাপোল
বাংলাদেশ
১৯/০৮/২০১৬
রাত ১২:০১
০৪ ভাদ্র ১৪২৩