রাত হলেই ভোর পর্যন্ত তুষার পড়ে :
মাঘের কনকনে শীতে ,
আমার জীবানুভূতি অস্তিত্বহীন হয়ে পড়ে
শুধু তোমাকে ভিন্নরূপে পাই :
তোমার উস্কু ও ম্রিয়মান চুলেও থাকে তাপ ,
আর দু'চোখে ঝরে ফাগুনের আগুন ।


রচনাকাল ও স্থান
৩০ পৌষ , ১৪২২
বেনাপোল