প্রেম আমাকে কবেই ছেড়ে গেছে
যখন ছিল আমার বিষন্ন দুপুরবেলা
একমুঠো অন্নের জ্বালা পোড়াতো আমার পেটের তলা।


প্রেম আমাকে কবেই ছেড়ে গেছে
যখন ছিল নিরন্ন সকাল
মায়ের কোলে বসে থেকে দেখেছি চোখের জল।


প্রেম আমাকে কবেই ছেড়ে গেছে
যখন ছিল অভাগা বিকেলবেলা
সততার অগ্নিরথে বাবার ছিল কালবেলা।


প্রেম আমাকে কবেই ছেড়ে গেছে
যখন ছিল আমার দুরন্তবেলা
ছেঁড়া বসনে করেছি মার্বেল খেলা।


এখন তো প্রেম আমায় ডাকে
আমি শুনেও শুনিনা
এখন যে বড্ড অবেলা।


প্রেম আমায় ডাকে যখনতখন
আমি বধির, আমি শুনিনা
আমি যে এখন করি কাব্যকথন।


এখন আমি প্রেম বুঝিনা
ভালবাসায় সিক্ত এ প্রাণ
জড়িয়েছি ঘোর লাগা এক ভোরের তরে
যেখানে আছে অগনন কবিতাবলির ব্যঞ্জনা।


#বেনাপোল
১৯ চৈত্র, ১৪২৪
০২/০৪/২০১৮