প্রেম চাই
প্রেমহীনে কেউ কবি নয়।


ফুল,পাখি,বৃক্ষ,চাঁদ,নদী
অথবা নারী তে প্রেম চাই
প্রেমহীনে কেউ কবি নয়।


ঋতুপতি বসন্তবীনে আসেনা প্রকৃতিতে যৌবন
বসন্তবীনে কোকিল গায়না বিরহী গান।


প্রকৃতি প্রেমহীনে কেউ কবি নয়
বর্ষা প্রেমহীনে কোন কাব্য কি জন্ম লয়?


সংসার বিবাগী যেজন সে অসংসারের প্রেমিক
পূর্ণ সংসারীও কবিতা লিখে যান অধিক।


প্রেম চাই
মানব প্রেমেই রচিত হয় কাব্য ব্যঞ্জনাময়
মানবপ্রীতি ছাড়া বলো বড় কে হয়?


প্রেম চাই,প্রেম চাই
প্রেমহীনে কেউ কভু কবি নয়।


#বেনাপোল
১১/০৭/২০১৮