প্রিয়তমা তোমাকে
--------------------------
আমি উদাসীন বলে তুমি ব্যথিত হও
প্রিয়তমা,
সে আমি বেশ বুঝি।
আমি উন্নাসিক বলেই
আমার হৃদয় গহীনে
একমাত্র তুমিই আছো।
আমি কবিতার মানুষ
কবিতা আমার প্রাণ
আমার সব কবিতায়
আছে তোমার প্রেমের অনুরণন।
আমি যতটুকু পারি
ততটুকুই তোমাকে দিই
এই ততটুকুতেই আছে বিশালত্ব।
উদাসীন বলে ব্যথিত হয়ো না
প্রিয়তমা,
আমার উদাসীনতার মাঝেই
প্রতিক্ষণ লুকিয়ে রাখি
তোমার জন্য বর্ষাবিধৌত ভালোবাসা।
স্বল্প আয়ুর জীবনে
তোমার সাথে থাকতে চাই
এককোটি বছর।
আমি কবিতার নামে
তোমাকে লিখে যাই
অবিরাম অবিরত।
তোমার মাঝেই আমার গানগুলো বেজে যায়,
তুমি আছো বলেই তো বিটোভেনের সুর
আমার হৃদয়ে বাজে।
ভিতরে যা বেজে যায় রিনিঝিনি সারাক্ষণ
সে-তো তুমিই!


#বেনাপোল
১৪/০৬/২০২১
ছবির কারিগরঃ আমার একমাত্র কন্যা