পেরিয়েছি অনতিক্রম্য সকল বাধা
পারিনি শুধু মাড়াতে তোমার ছায়া
ভুলে থাকা দায় , এতটুকুও
যেখানে প্রতিশ্রুতিপূর্ণ ভালবাসা
যেখানে হাতছানি দেয় মহামায়া
প্রিয়তম , আত্মা মরে গেলে কী বেঁচে থাকা যায় ?
থাকুক না যতই প্রতিশ্রুতির দায় !
ব্যবধান হোক না যতই ঘৃণা ও ভালবাসায়
তবুও কী ভালবাসার বদলে ঘৃণা করা যায় ?
এ যে বড়ই কঠিন কাজ -
খসে পড়ে মনুষ্যত্বের তাজ !


বেনাপোল , যশোর
২৬ বৈশাখ , ১৪২৪
০৯/০৫/২০১৭