কালের বিবর্তনের ফলে
কতকিছুতেই পরিবর্তন
পরিমার্জন হয় পরিবর্ধণ হয়
সংযোজনও থেমে নেই।


তার ছাড়া কথা
সৃজনশীল পড়াশোনা
অন্তর্জালে প্রায়ই আটকে গেছে পড়াশোনার উপাদান
গুগলের বদৌলতে অক্সফোর্ড
কেমব্রিজ পর্যন্ত হাতের মুঠে।


ভালোবাসাটাই হয়নি পুরাতন
হয়নি পরিবর্তন
ভালোবাসার  কোন রঙ কোনকালেই ছিলোনা বলেই
এখনো রঙিন সে ভালোবাসা
পৃথিবীর সব রঙ চটে যায়
শুধু ভালোবাসাই রয়ে যাবে
অনন্তকাল পর্যন্ত রঙ্গিন।


ভালো যে ভালোবাসা
ভালোবাসার মতো ভালোবাসা
মেকি ও ফাঁকিহীন ভালোবাসা
অনন্তকাল অবধি ক্রয়-বিক্রয় অযোগ্য।


#বেনাপোল
১৩ ভাদ্র, ১৪২৫
৩১/০৮/২০১৮