কিছু জীবন এমনি এমনি ভাবেই বেড়ে উঠে মাটি, সার ছাড়াই
লড়াই করতে করতে নিজের সাথে ,
পারিপার্শ্বিকতার সাথে।
তবু বেঁচে উঠে সাহসের সাথে
কোন এক দিন অমনিশার অন্ধকার ঘিরে ফেলে তাকে
কিছু অমানবিক নির্যাতনের মুখে পতিত হয় সে লড়াকু জীবন।
তবু বেঁচে থাকার আকুতি শেষ হয়না
জড় থাকা পর্যন্ত সে বেরিয়ে আসতে চায়
জড় উপড়ে ফেলার মানুষও থাকে
জড় না উপড়িয়ে ক্ষান্ত হয়না তারা।
এমন প্রাণের ঐশ্বর্য যারা অস্বীকার করে
উপড়িয়ে ফেলতে চেষ্টা করে
তাদেরকে কি নামে অভিহিত করা যায়?


#বেনাপোল
১২/০২/২০২০