'আর দাবায়ে রাখতে পারবা না '
বজ্রকন্ঠে যেন বজ্রপাত
উচ্ছসিত জনতা
উঠিয়েছিল সেদিন মুষ্টিবদ্ধ হাত।
বেজেছিল সেদিন, সে ক্ষণে
একটি দীর্ঘ অজেয়, অমর
একটি গান
সে গানে পাগলপারা জনতা
ফিরে পেয়েছিল বেঁচে ওঠার তান।
একটি কন্ঠে
শোণিত উচ্চারণ
শিকল ভেঙে খানখান
খুলেছিল লক্ষ জনতার
বজ্র নিনাদ জবান।
' রক্ত যখন দিয়েছি
রক্ত আরো দেবো '
পিতার মহাকাব্যের পঙক্তি
যখন উঠলো বেজে
লক্ষ কন্ঠ ত্বরিতে
জ্বলে উঠলো দারুণ রোষে।
পোয়েট অব পলিটিক্স,
জনতার কবি, সংগ্রামের কবি
অবশেষে সদর্পে পাঠ করলেন তাঁর
অমর কবিতাখানি
'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।'
এখানেই গ্রোথিত হলো
স্বাধীনতার মন্ত্র
আর এ মন্ত্রেই উত্তাল জনসমুদ্রে
উঠেছিল বৈশাখী ঝড়
সেদিন ছিল ৭ মার্চ
সেদিন থেকেই স্বাধীনতা শব্দটি
আমাদের হলো।
সেদিনই হলো বাঙালির জন্মদিন
সেদিন থেকেই আমরা বাঙালি
সে দিন-ই হলো -
মুজিব মানেই বাংলাদেশ
মুজিব মানেই স্বাধীনতা
মুজিব মানেই শিকল ভাঙার গান
মুজিব মানেই লক্ষ প্রানে
বেঁচে থাকার কলতান।


©মোঃ আব্দুল হাফিজ


০৭/০৩/২০২২