মোকাবেলা শব্দটা হরহামেশাই ব্যবহৃত হচ্ছে
প্রকৃতির বৈরী আচরণের বিরুদ্ধেও
ভাবতেই অবাক লাগে মানুষ দূর্যোগের  বিরুদ্ধেও
মোকাবেলা করতে চায়
দুঃসাহস বটে
ফণী, মনি, আইলা, সিডর, সুনামি
যে নামেই হোকনা কেন
কার এত শক্তি আছে মোকাবেলা করার?
সামান্য এক ফণীর ভয়েইতো পালিয়ে দিশাহারা
শতশত আশ্রয়কেন্দ্রে আশ্রয়ের জন্য দৌড়ঝাপ
এতই যখন শক্তিশালী হয়ে গেলেন তো
সমুদ্র থেকে পালিয়ে আসছেন কেন?
মোকাবেলা করা যায় সমশক্তির বিরুদ্ধে
আপনার শক্তি কী সাইক্লোন, হারিকেনের থেকেও বেশি?
সামান্য একটা গাছে সামান্য বাতাস উঠেছিল
তাতেই না দিশাহারা হয়ে গেলেন।
গাড়িতে একটা আঘাত লেগেছিল তাতেই হসপিটালের দারস্থ হলেন
তবুও মোকাবেলা!
মোকাবেলা শব্দটা এতটাই সস্তা
যেখানে সেখানে ব্যবহার করে ফেললেন
তাহলে আশ্রয়কেন্দ্রে গিয়ে নিজেকে গুটিয়ে ফেলছেন কেন?
মোকাবেলা যখন বলছেনঃ
বুক চাপড়িয়ে সম্মুখে থাকছেন না কেন?
খুবই জরুরি, খুবই জরুরি এ শব্দ ব্যবহারে পরিবর্তন
মোকাবেলা ব্যবহার না করে 'সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ ' - ই আমি উপযুক্ত মনে করি।


#বেনাপোল
৯/০৫/২০১৯