আকাশে যে শকুনগুলো
মানুষ অথবা প্রাণীর মৃতদেহ
খুঁজে ফিরত অহরহ , ক্রমশ হ্রাস পেয়েছে সেগুলো ।
তাদের বদলে ক্রমশ বেড়েই চলেছে পাখনাবিহীন , বুদ্ধিসম্পন্ন শকুন বিশেষ ।
তারা খায় মৃতদেহসহ জীবন্ত নারী , শিশু
তারা খায় জীবন্ত নারীর গোপনাঙ্গ , মল ও মুত্র ;
তারা খায় প্রাণীর বিষ্ঠা ও সুযোগ পেলেই মিটিয়ে নেয় বিকৃত যৌন ক্ষুধাও ।
এরা মানুষের বীর্যে জন্ম নেওয়া ,
শুয়োরের বাচ্চাও ।


বেনাপোল
রাত ১২:৪০
০২/০৮/২০১৭