তোমার আমার প্রেম
সে এক বিষ্ময়কর ঘটনা
যেন নিপাতনে সিদ্ধ কোন এক সন্ধি
নিপাতনে সিদ্ধ যা
তাতো উদাহরণ হয় না
কেবলমাত্র ইতিহাস হয়ে রয়।
যেমন ধর -


আ+চর্য = আশ্চর্য


মনস্+ঈষা = মনীষা


গো+য = গব্য


তৎ+কর = তস্কর


পতৎ+অঞ্জলি = পতঞ্জলি


এ সন্ধিগুলো কোন নিয়ম মানে নি
কিন্তু অগ্রাহ্য করার উপায় আছে কার?
তেমনই আমরাও ;
আমাদের অগ্রাহ্য করার উপায় নেই।
নিয়মকানুন ছাড়াই ঘর বেঁধেছি
তবুও আছি তো বেশ।
যেমন ভাবে দাঁড়িয়ে আছে বিশাল নীল আকাশ
এ পৃথিবীতে তোমাকে নিয়ে ব্যতিক্রমী হয়ে বেঁচে থাকতে চাই।
মরণের পরও
উত্থান দিবসে আবারও তোমাকে চাই
পতঞ্জলী'র মতোই
নিপাতনে সিদ্ধ-ই থাকতে চাই।
©Md Abdul Hafiz


#বেনাপোল
০৭/০২/২০২২