শীলা'দি এখন মনটা প্রায়ই চৈত্রের দুপুরের মতো খাঁ খাঁ করে ওঠে
ভেতরটা একেবারেই শূন্য হয়ে যায়
আরাকান রাজ্য মুসলিম শূন্য হয়ে যাবার মতোই
এখন এখানে কারো প্রতি কারো কোন মমত্ববোধ নেই
সকলেই যন্ত্র হয়ে গেছে যান্ত্রিকতার চাপে
অনুভূতি শূন্য সকলেই যেন রোবট
আর মিথ্যাচার একটা সাধারণ বিষয় এখানে
হবেই তো শান্তির দূত সুচী যদি এমন হয়
তো আমরা কোন ছার
থাক এ সব কথা এখন রাখি
শীলা'দি শিউলির সুগন্ধে , ভোরের খোলা হাওয়ায় কতদিন মনমাতাল হয়নি , মনে পড়ে ?
ভরা বর্ষায় খালে বিলে শাপলার শুভ্রতায়
অবগাহন করি না কতদিন
শীতের হিম শীতল কুয়াশা কতদিন গায়ে মাখিনি
খুব ইচ্ছে করে তোর হাত ধরে আবার বেরিয়ে পড়ি
বাবার রক্ত চক্ষু ফাঁকি দিয়ে আবার ভোরের আদর মাখি
ও শীলা'দি চলনা বসন্তের ভোরের মত আবার একটা জগৎ গড়ি !!

বেনাপোল
০৪/১০/২০১৭