ল্যান্ড ক্রুজারে চড়ার আশায়
প্রায়শই উঠে পড়ি ইজি বাইকে
নিরঙ্কুশ চাহিদা মিটে যাই
যখন চালক বলেন স্যার নামেন।
সাত তলা রেস্তোরাঁ আমার দিকে চেয়ে থাকে
নাকি আমি;
বুঝিনা কোনমতেই
শেষমেষ ফুটপাতের টি স্টলে
এক কাপ চা পানেই মিটে যাই
ভিতরের পাঁচতারকার নেশা।
ভাড়ায় থাকি একটি তিনতলায়
চকচকে ঘর বারান্দায়
খানিকক্ষণ চেয়ারে বসে
নিজ বাড়ির সাধ মিটাই।
ছাদ হবে কি হবেনা
অনিশ্চিত পুরোটাই
টিনের চালার স্বপ্নে ভাসি
বর্ষার অঝোরে রিমিঝিম শব্দের।
তবু স্বপ্ন দেখি,
স্বপ্ন দেখাটাই বেঁচে থাকার রসদ
স্বপ্নে ভাসি, মানা নেই এখানে কোনো।
মেয়েটা আমার বড় হচ্ছে
বড়ই চিন্তিত আমি
সমাজতন্ত্রের বুলি আওড়ায় যারা
পারবে কি তার সম্মান রাখতে?
আমার ভগিনীরা আজ-ও পাইনি সম্মান
তৈরি হয়েছে যত কমরেড বা বিপ্লবী
তাদের হাতেই নারীরা হয় অপমান।
হে বিপ্লবী মার্কস, লেলিন
আমার প্রিয় 'চে'
আমরা কেবল স্বপ্নে ভাসি
সমাজতন্ত্র এনে দিবে সুখশান্তি
এসবই আমার কাছে মনে হয় অযথা
নারীরা কেবলই রবে বিপ্লবীদের দাসী।
অথচ সমাজতন্ত্রই ছিল আমার জীবনের বড় এক আশা
বড়বড় কমরেড ও বিপ্লবীরা
আমার প্রত্যাশায় অগ্নিবাণে
ভিতরের জলরঙ করলো সর্বনাশা।
পুঁজিবাদ ছেয়ে গেছে সবখানে
গরীবের জন্য সর্বনাশী।
যার আছে, তার হচ্ছে আরও বেশি
পেট তাদের হাবিয়া দোযখ
ভরে না পেয়েও রাশি রাশি।
মন্ত্রী, যন্ত্রি হচ্ছে ওরাই
সমাজের কথা, মানুষের কথা
ভুলে যাচ্ছে সহসাই।
আর আমরা এখনো রাস্তা মাপি
সাম্যবাদ ও সমাজতন্ত্রের আশায়।
সমাজ পাল্টাবেনা লোভাতুর মন নিয়ে
দেখে এসো তোমরা সবে
বস্ত্রহীন কত মানুষ শীতল হাওয়ায়
কাঁপে ঠকঠকিয়ে।
উলঙ্গ, নাঙ্গা কত এখনো ঘুরে পথে পথে
তোমরা সবে শুল্কমুক্ত গাড়িতে চড় একসাথে।
সমাজতন্ত্র মিশে গেছে পুঁজিবাদের সাথে
রান্না ডাল মিশে যায় যেমনি যেকোনো চালের ভাতে।


#বেনাপোল
২৪/১১/২০২০