আর কত রক্তঘাম ঝরাবে ?
পুঁজিবাদ আজ ফুলে ফেঁপে উঠেছে ,
তোমাদেরই রক্তঘামে ।
তোমাদের রক্ত ঝরিয়ে -
শোক সাগর বানাতে চায় একদল হায়েনা !
পোষ মেনোনা , গায়ে হাত যতই  বুলাক
মনে রেখ , এরা কথা রাখে না ।
আনন্দের প্রফুল্ল চিত্ত নয় ,
অগ্নিগোলায় রূপ দাও এ চিত্তকে ।
এ অগ্নিতে পুড়ে ছারখার হোক -
খেটে খাওয়া মানুষের আজন্ম শত্রু , পুঁজিবাদ ।
জীবনের নগ্নমূর্তি নিয়ে আর কত হোলি খেলা !
দুর্মর সংকল্প করো , বেরিয়ে এসো শেকল ভেঙ্গে ।
শৃঙ্খল ছাড়া হারানোর  আর কি - ই বা আ আছে তোমাদের ?
খুলে ফেল রক্তচোষা শোষকের শৃঙ্খল , অগ্নিমূর্তি ধারণ কর !
এ অগ্নিতে পুড়ে যাক জঞ্জাল যতো -
পুঁজিবাদ ও পুজিপতি ।
রাজনীতিকরা তোমাদের রক্ত চাই , তোমাদের রক্ত বেচে গদিটা টিকাতে চাই ।
তোমরা  অগ্নি হও , তোমরা সুনামি হও
আইলা হও , টর্নেডো হও
ভেঙে চুরমার কর , শ্রমিক নির্যাতন সংঘ
আর আওয়াজ তোল -
"দুনিয়ার মজদুর , এক হও
পুঁজিবাদী প্রথা ভেঙে দাও "
তবে আর অপেক্ষা কেন -
তোমাদের পানেই চেয়ে আছে পরবর্তী প্রজন্ম !


বেনাপোল
০১ মে , ২০১৭