যার ধরন যেমন
অন্যের প্রতি
তার ভাবনাটাও তেমন।
মানুষের কাছে চাইনি
কোনকিছুই কোনদিন
তোমরা যা-ই ভাব
আমি চিরকালই থেকে যাবো
তোমাদের চেতনা থেকে পুরোটা ভিন।
প্রকৃতির কাছেই আমি চিরঋণী
প্রকৃতিই আমার হৃদয়ে
বেজে যায় রিনিঝিনি।
প্রকৃতি আমায় যা দিয়েছে
তাতেই আমি খুশি
আমৃত্যু আমি চাইবোনা
যা পেয়েছি তার চেয়ে রাশিরাশি।
আমার ধনদৌলত জ্ঞান ছাড়া কিছু বুঝিনা
মাথা ব্যাথাও নেই
তোমরা যে যা-ই বলো না।
তদবিরবাজী চির দিন-ই করেছি ঘৃণা
তার বদলে আমার ভিতরে বাজে
নিত্যনতুন সুরে সবুজ সায়র বীণা।


#বেনাপোল
২০/১১/২০