অন্তত একটা সুখবর আসুক
পৃথিবী থেকে সমস্ত মরণঘাতী ভাইরাসের মৃত্যু হয়েছে,
পৃথিবীর সমস্ত মানুষের শরীর ইবোলা, করোনা, সার্স ভাইরাস বিরোধী হয়ে গেছে।
আর কোন মানুষ মরছে না অস্বাভাবিকভাবে,
নেপাল বিমান ট্রাজেডির পুনরাবৃত্তি হবেনা -
এমন সুখবর আসুক।
নিমতলি-র মতো আর অগ্নিকাণ্ড ঘটবেনা
এমন সুখবর আসুক।
আমরা শুধু সুখবরের প্রত্যাশী
মানুষ মানুষকে কুপিয়ে মেরে ফেলছে
এমন খবর আর শুনতে চাইনা
শুনতে চাইনা কোন ধর্ষিতা নারীর আর্তচিৎকার,
দেখতে চাইনা কোন নারীর বিভৎস চেহারা।
ধর্ষকের খোলা ময়দানে জনসম্মুখে গাছের ডালে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে
এ সুখবরটাও চাই,
এটা গণমানুষের প্রাণের দাবি।
পৃথিবী থেকে ওল্ড হোম বিলুপ্ত হোক
মা-বাবার ঠিকানা হোক তাদের সন্তানদের
হৃদয় গহীনে ;
এ সুখবরটা আগে আসুক, সবকিছুর আগে।
স্বাধীনতার সাধ সবাই পেয়ে যাক
সবাই পালন করুক নিজনিজ ধর্ম
এমন সুখবরটাও অতি জরুরি।
গণতন্ত্র টিকে থাকুক স্বমহিমায় পৃথিবী জুড়ে
মানুষের ভিতরের দাবি এটি।
সুখবরে, সুখবরে ভরে উঠুক পৃথিবী
দুঃসংবাদ শুনতে শুনতে ও দেখতে হাঁপিয়ে উঠেছি অনেক বেশি।
আর দুঃসহ স্মৃতি বয়ে বেড়ানো যাচ্ছেনা,
আর কোন সংক্রমণের কথা শুনতে চাইনা
পুরো পৃথিবী সংক্রমণ বিরোধী হয়ে উঠুক
পুরো পৃথিবী মানবিক চেতনায় ভরে উঠুক।
সুখবর, শুধু সুখবর চাই।


#বেনাপোল
১২ ফাল্গুন, ১৪২৬
২৫/০২/২০২০