পৃথিবীর সবই বিক্রয়যোগ্য
বিক্রি হয় সবই
এমন কি সৌন্দর্য বিক্রি হয় হরহামেশাই
রাস্তায়, ফুটপাতে সৌন্দর্য বিক্রি হয়
ফুল নিয়ে দাঁড়িয়ে থাকা ছোট ছেলেটা বা মেয়েটা সৌন্দর্য বিক্রি করে,
সৌন্দর্য বিক্রি করে
একমুঠো ভাতের সৌন্দর্যে পেটের জ্বালা নিবারণ করে।
শিল্পীর শিল্পও বিক্রি হয়
পিকাসো ছবি এঁকেই নিলামে চড়িয়েছিলেন
দস্তয়ভস্কিও পিছিয়ে ছিলেননা
দরকষাকষি করতেন প্রকাশকের সাথে
লেখক হুমায়ুন আহমেদও বিক্রি করেছেন বহু শিল্প
লেখক, শিল্পী, বুদ্ধিজীবী সকলেই একেকজন বিক্রেতা।
বিক্রি হয়না শুধু
ভালোবাসার মতো ভালোবাসা,
স্বাধীনতা, সহজাত প্রবৃত্তি
ও হৃদয়ের ভার
এক্ষেত্রে একেবারেই আপোষহীন।


#বেনাপোল
১৮/১১/২০১৯
আংশিক সম্পাদনা
#রহমতপুর_বরিশাল
ছবিঃ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট