চেষ্টা করেছি বহুদিন, বহুবার
একটি কবিতা লিখে তোমাকে মুগ্ধ করবো।
বারটি বছর কেটে গেল একসাথে
আরো বারো হাজার কোটি বছর একসাথেই থাকতে চাই।
এ বারোটি বছরে একটি কবিতাও লিখতে পারিনি,
পারিনি তোমাকে মুগ্ধ করতে।
যার সাথে হৃদয়ে হৃদয় লেগে থাকে তাকে
মুগ্ধ করা যায়না,
ক্ষুব্ধ করা যায়, খুনসুটি করা যায়
মুগ্ধ করা যায়না।
আজ পর্যন্ত তোমাকে মুগ্ধ করার মতো একটিও কবিতা লিখতে পারলামনা ;
যখনই লিখতে যাই-
আমার খাতা-কলমের সাথে মিশে যাও তুমি
আমার সামনে এসে যায় জীবনানন্দের বনলতা সেন,
যে কবিকে দুদণ্ড শান্তি দিয়েছিল
আমি দেখি তুমিই স্বয়ং একটি কবিতা!
তোমাকে দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে যাই।
যে নিজেই  প্রেম পুঞ্জ একটি কবিতা
যার বলনে প্রতিটি শব্দে একটি কবিতা হয়ে যায়
তাকে নিয়ে কবিতা লিখা যায়না।
শুধু প্রেম চাদরে মোড়ানো যায়
তার গহীন ভিতরের হৃদয়।


#বেনাপোল
৩০/১০/২০২০
কৃতজ্ঞতাঃ
কবিতাটি কবি ভাষ্কর চৌধুরীর ফেসবুকের একটি কাব্যিক স্টাটাস দেখে অনুপ্রাণিত হয়ে লিখা। আমাকে ক্ষমা করবেন কবি। আপনার থিমটাকে একটু কাজে লাগিয়েছি। আপনি আমার অনেক বড় প্রেরণা।