সুষ্মিতা,
তোমাকে শুধু সুষ্মিতা বলেই ডাকতে ভালোলাগে
তোমার নামের আগে কখনোই প্রিয় লিখিনা,
খেয়াল করেছো নিশ্চয়ই।
যে আমার জীবনের সাথে জড়িয়ে আছে চিরকাল
আমার সমস্ত অন্তঃকরণ জুড়ে যে থাকে সারাক্ষণ
সমতুল ভগ্নাংশের মতই যে আমৃত্যু
তাকে প্রিয় বলার কোন মানে হয় নাকি?
যে আমার নিজস্ব
একেবারেই নিজস্ব
তাকে কী প্রিয় বলার কোন প্রয়োজন আছে?
তুমি আমার কাছে শুধুই সুষ্মিতা
তুমি শুধুই আমার সুষ্মিতা।
তবে তোমার মোহময় হাসিতে আমি যখন পাগলপারা হয়ে যাই
তখন শুধু সুহাসিনী বলে ডাকতে ইচ্ছে করে
এক বা দু'বার নয় বহুবার বহুদিন ধরে।


#বেনাপোল
১৮/০৬/২০১৯
৪ আষাঢ়, ১৪২৫