মা
আমি জন্মেছি, দেখেছি পৃথিবীর ঝলমলে আলো
দেখেছি স্বাধীন স্বর্গীয় জন্মভূমি
তুমি জন্মিয়েছো বলে।


পৃথিবীর বুকে হাঁটছি আনন্দচিত্তে
সান্নিপাতিক মননশীল বিত্তে
হাত ধরে তুমি হাঁটিয়েছিলে বলে।


কথা বলি বাংলায়, লিখি অবলিলায়
তুমি শিখিয়েছো বলে।


আজ আমি বলবান, তেজদীপ্ত মন
তোমার বুকের দুধের জোরে।


আজও আমি বেঁচে আছি
আজও আমি গান গাই
আজও আমি ভালোবাসি মানুষকে
আজ আমি বাবা ডাক শুনি
তোমার আশির্বাদে, শুধু তোমার আশির্বাদে।


তুমি আছো তাই আমি আছি
বাঁচি, প্রাণভরে বাঁচি
প্রেমঘন সুন্দর ঐশীর কাছাকাছি।


#বেনাপোল
২৬ বৈশাখ, ১৪২৫
০৯/০৫/২০১৮
কর্মঘর -১৮
#পৃথিবীর_সকল_মায়ের_জন্য