সুষ্মিতা,
আমি গতিসম্পন্ন বস্তুর উপর  ক্রিয়াশীল ত্বরণ
তুমি এর সর্বদা গতিপথের একটি নির্দিষ্ট বিন্দু
আমি ঠিক সে বিন্দুর অভিমূখে তেমনি ক্রিয়াশীল
তোমার আমার সরণ সমানুপাতিক
তুমি নিশ্চিতভাবেই আমার সরল স্পন্দিত স্পন্দন।
এ সরল স্পন্দিত স্পন্দনের নাম-ই ভালোবাসা
তুমি, আমি বা আমাদের জীবনের সব স্বপ্ন সাধ পদার্থের এ সূত্রের উপর প্রতিষ্ঠিত।


#চাঁপাইনবাবগঞ্জ
১২/০৮/২০১৯