ভ্যালেন্টাইনের স্রোতে ভেসে যায় ভালোবাসা,
ভেসেই যায়।
স্রোতের গভীরে জলজ হিংস্র প্রাণী
চোখ পাকিয়ে, বসে থাকে খালিপেটে শিকারের অপেক্ষায়।
রাস্তার মোড়ে মোড়ে কত রঙের ফুল সাজানো
কিনবে চড়া দাম হলেও
আর লাখ লাখ শিশু অবহেলায়, অনাদরে রাস্তার ভিক্ষুক।
এদের কেউ নেই, কেউ নেই
ক্ষুধার্ত - খাবারের অভাবে
বস্ত্রহীন - বস্ত্রের অভাবে।
জগৎ জুড়ে কত এতিমখানা
কত এতিম আজো চোখে দ্যাখেনি একটা রয়্যালগুলিও
একটা ফুটবল অথবা ভলিবল তো অচিন্তনীয়
তারা শুধু দ্যাখে রক্তআগুন চোখ
তারা শুধু দ্যাখে ক্ষুব্ধ জন্মভূমি
কাদা মাটি জলে ভেসে যাওয়া স্বপ্ন, স্বাদ - আহ্লাদ।


ভ্যালেন্টাইনের স্রোতে ভালবাসার নামে
ভেসে যায় কত অর্থ অনর্থ হয়ে।
যা সত্য
যা অস্তিত্ব সম্পন্ন
সবই এখন ভেসে যায়।
অন্তহীন প্রচেষ্টা এখন
টিকিয়ে রাখবে যা মিথ, যা কল্পকাহিনী।
সত্য আজ অনেক অনেক দূরে,  সহস্র আলোকবর্ষ দূরে
প্রযুক্তিময় ভালবাসায় ভালবাসা সয়লাব
যে কাছে, যে নিকটে একচুল পরিমান দূরত্ব নেই যার সাথে
সে তো আজ বিলিয়ন মিলিয়ন আলোকবর্ষ দূরে
কোন ফাঁক- ফোকর নেই
অথচ আত্মার সাথে আত্মার কত দূরত্ব।
বছর জুড়ে ভালোবাসা নিয়ে
কত দিবসের ছড়াছড়ি
তবু ভালোবাসার অভাব সর্বত্রব্যাপী

ভালবাসাহীন সব জড় প্রাণ।


#বেনাপোল
১৪/০২/২০১৮