ভীষণ ক্ষুধা আমার
হৃদয় জ্বলছে ক্ষুধা তাড়নায়
শব্দেরা করেছে ধর্মঘট
কবিতার জন্য মন করে ছটপট।
ভীষণ ক্ষিধে
মস্তিষ্কের সেরোটোনিনের ক্ষয়ে
শব্দ কল্প, অলঙ্করণ সব যায় মিলিয়ে।
আমি খেয়ে ফেলব সব বইপত্র
খাবো আগে বাংলা অভিধান
খাবো বানানের নিয়মকানুন
প্রমিত বাংলার ব্যবহার।
তারপরে খাবো রবি ঠাকুরের গীতবিতান
নজরুলের অগ্নিবীণা
বিদ্রোহী খেয়ে হয়ে যাব
মস্ত এক সাপের ফণা!
তবুও ক্ষুধা মিটবে না পুরোপুরি
তাই আমি খেয়ে ফেলবো
আস্ত বাংলা অ্যাকাডেমি।
শব্দ কলা, বাক্য গঠন
সর্বশেষ কবিতার পঙ্তিমালা
আমার আজন্ম প্রিয় ভূমি।
©মোঃ  আব্দুল হাফিজ
২৭/১০/২০২১