ভোলানাথের তিন চারে নব্বই - ই সঠিক ছিল
আপনারা আমার সাথে একমত হোন বা না হোন
এক মানুষ যখন আরেক মানুষকে হত্যা করে
যে জরায়ুতে জন্ম নেই সেটাকেই অসম্মান করে
খুঁচিয়ে দেয় বেয়োনেট অথবা ধারালো বা ভোঁতা কোন কিছু দিয়ে
ষখন সারা পৃথিবী জুড়ে গণতান্ত্রিক ব্যবস্থার নামে রাজতন্ত্র কায়েম হয়
যখন বিশ্বজুড়ে বিশ্বের মোড়ল মাতব্বরগণ জঙ্গি নিধনের নামে আবাল বৃদ্ধ বনিতাদের নির্বিচারে হত্যা করে
নোবেলজয়ী হত্যার মহাযজ্ঞে মেতে উঠে
দেশতাড়া করে এবং পুড়িয়ে অঙ্গার করে তাদের বাপ-দাদার বসবাসের স্থান
তখন মানবাধিকার, মানবিক মানদণ্ডের হিসেব কোথায় থাকে?
এসব হিসেব যদি দালাল ও কুচক্রীদের কাছে সঠিক হয়, তাহলে
ভোলানাথের হিসেবে ভুলটা কোথায়?
ভুল নয়, ভুল নয় পৃথিবীর মানবাধিকার যখন হতদরিদ্র, অসহায় ও অত্যাচারিত মানবের মুখে মুতে দিয়েছিল, সে মুতের কিছু পরিমান ভোলানাথের মুখেও পড়েছিল।
মুতের বিষ্ক্রিয়ায়, যে মুতে বিস্ফোরিত  পারমানবিক বোমার অংশবিশেষ মিশে ছিল তা ভোলানাথের ডিলিরিয়াম সৃষ্টি করেছিল। তাইতো ভোলানাথ হিসেবেটা এমনটা বলেছিল। সে ভোলানাথ অসংখ্য ভোলানাথের জন্ম দিয়ে জগতের বাইরে চলে গিয়েছিল।
ভোলানাথের হিসেবটাই সঠিক ছিল, আলবাৎ সঠিক ছিল।


#বেনাপোল
১৪/০৩/২০১৯