আমি মুক্তিযুদ্ধ দেখিনি শুধু পড়েছি এবং শুনেছি,
পড়া আর শুনাতেই সোনার বাংলা আমায় হাতছানি দেয়!।
সবুজ আর শ্যামলে মাখামাখি বাংলা আমাকে উতালা করে দেই,
ভোরের পাখিরা গান গেয়ে উঠে আমার সোনার বাংলা -
আমি তখন ভোরের পাখি হয়ে গুনগুনিয়ে কত গান গেয়ে যাই।
নদীর পাশে বসলেই, পাড় ভাঙ্গার শব্দ ও
কলকলিয়ে বয়ে চলা,
আমাকে দুর্বার গতিতে এগিয়ে যাবার সাহস দেই।
বঙ্গবন্ধুর ভাষণ আমার রক্তে টগবগানো উত্তেজনা সৃষ্টি করে,
মনের গহীনে জেগে উঠে অন্য একটি মুক্তিযুদ্ধ
অবচেতন মনে স্লোগান বেরিয়ে আসে জয় বাংলা, জয়বাংলা।
এ বাংলাতে জন্মে আমি স্বার্থক, এ বাংলা যে আমার আরেক প্রিয়তমা মা!
মুক্তিযুদ্ধ আমি দেখিনি, শুনেছি আর পড়েছি শুধু
তবুও ক্যানো নিজেকে যোদ্ধা যোদ্ধা মনে হয়
কানে অস্ত্রের ঝনঝনানি শুনি সবসময়ই
এমনকি হয়না, ফিরে যাক সবকিছু পেছনে, একাত্তরে
আমি মুক্তিযোদ্ধা হয়ে লড়েই যাচ্ছি লড়াকু
সোহরাব রুস্তমের মতো।
আহা! মুক্তিযুদ্ধ একবার যদি সুযোগ পেতাম
তবেই আমার জীবনে ষোলকলা পূর্ণ হতো!
আমি যদি মুক্তিযোদ্ধা হতাম
আহা! যদি মুক্তিযোদ্ধা হতাম!


#বেনাপোল
০৮/১২/২০১৯