সভ্যতা - মুখোশে রমরমা
এমন কর্ম ব্যস্ত জীবন
যেখানে অমসৃণ  বাতাস টুকরো টুকরো  করে আত্মার চারপাশ


নিধু , মৃত পশুর পেটের শিল্প দেখেছো
বৃক্ষের শেকড় নেই , গভীর ক্লান্তি
চিবুকের নিচে প্রশ্ন ছুড়ে দেয়
আর কত দুঃখ  ধ্বনিত  হবে

ঘুমন্ত  মানুষের ধর ফড়ানী ; অসত্য প্রেম
আমাকে সাবধান করতে পারে নি
নিয়মহীনতার  প্রকৃতি ভৎর্সনা   করলে
মুখ ফসকে বেরিয়ে পরে - নষ্টা
সত্যি  বলতে কি জানো, নিধু - আত্মা চৌচির হয়
ফেরার পথ হারিয়ে ফেলি
তখন ইচ্ছে হয় - ছন্ন ছাড়া বাতাসের মতো
শরীর উড়িয়ে দিই ; ক্লান্তি আমায় ঠিক- ই  ছোবে
কিন্তু যে ভয়ংকর  শুন্যতা  সাজিয়ে রেখেছি
যেখানে চুম্বনের দাগ পড়েনি
মাথার খুলির ভেতর যাবজ্জীবন  শেকলের পল


জেগে আছো -  নিধু
যেখানে চিরকাল নিষ্ঠুরতা মুখ আগলে রাখে
যার প্রকৃতি ঝলসানো , তার আবার সভ্যতা