এক সন্ধ্যায় নতুন চাদ প্রলয় শিখা জ্বেলেছিল
সাম্যবাদীর ঝড়, পুবের হাওয়া পদচারণ করেছিল
অনল প্রবাহের এক উচ্ছাস নব উদ্দীপনা নিয়ে ।


রুপবতী মাটির কান্না ধুসর পান্ডুলিপি তৈরী করেছে
ভয়াবহ সেই দিন গুলোতে কাফনের মিছিল হয়েছিল
মহা পৃথিবীর বালুচরে উদ্দাত্ত পৃথিবীকে
বন্দির বন্দনাকে স্বাগত বিদায় দিয়েছিল
রুপসী বাংলায় রাখালী মন মরচেপড়া পেরেকের গান গাই
ধানক্ষেতে মৃত্তিকার ঘ্রাণ মন ও জীবনকে বিষন্ন করেছে
প্রেমঞ্জলি কাব্য কাহিনীর অগ্নিবীনা বাজিয়েছিল
বিদীর্ণ দর্পণে মুখ দিয়ে বিষের বাশি ধরেছিল
সারা দুপুর বিরহ বিলাপে সাঝের মায়ায়
যে আলো পেয়েছিল তা তাকে বীরঙ্গনা বানিয়েছে
সোনালী কাবিনে ঝারা পালকের অনল প্রবাহ
জীবনের ছাড় পত্র নিশ্চিত করে ।


আশায় বসতি গড়ার স্বপ্ন বৈরী বৃষ্টিতে বিবস্ত্র হয়েছে
বিধ্ব্স্ত নীলিমা রাত্রি শেষে চলে যাবে বলে
বন্দীশিবির থেকে পূর্বভাস দিয়েছিল।


                                ( পরবর্তী অংশ আগামীকাল)