জল দিয়ে যে শীতলতা তৈরীকরেছিল
ঝঞ্ঝা তাড়িত আবেগে তা উষ্ণ হয়ে ওঠেছে
চুম্বনের সে প্রাচীনতম ছাপ আজও লেগে আছে
ক্ষুধার্ত মুখের ভিতর দ্রারিদ্রের পর্বত জেগেছে
হৃদয় তীরে ধরণীর গোটা জনসংখ্যা
প্রজাতন্ত্রের কামড় বসিয়েছে
যেন সবেমাত্র স্বর্গ থেকে পরেছে
বিদঘুটে এক নির্বাক নবজাতক।


প্রশংসার বিশুদ্ধ নির্যাস বৃক্ষ
সরলতার নিখুঁত প্রোতাশ্রয় গড়েছে
পূর্ণতার সেই অদ্ভুত নির্ঘোষ উর্বরতা
দুর্বোধ্য দেবদূতের কাছে হাঁটু গেড়ে বসেছে
তড় তড়িয়ে  এঁকে বেঁকে উঠেছিল
মানবিক সংগ্রামের দীর্ঘতম শুকনো লতা।


এক  প্রত্যূষে  গড় গড় আওয়াজে
সশস্ত্র সৈনিক বেশে
যুদ্ধের শান্তিপূর্ণ সমাপ্তি করেছিল
উম্মেচন ঘটেছে রক্তপাতহীন অনাবৃত জ্ঞীবনের
কালো মৃত্তিকার গোপন তলে
যে উদারতা বেড়ে  উঠেছিল তা
থেকে জন্ম নিয়েছে এক পাপ শিশু
যার যূথ পাত্র এক দরিদ্র কিশোর।


                                                    ০৩. ০৬. ২০১৪