যার নিজস্ব ভাষা নেই তার আবার প্রকৃতি
বুনো রাজশকুন
ভয়ে যেখানে  রক্ত দলা বেঁধে যায়
যেখানে ধৈর্য্যের  কাটা নড়ে না
সেখানে প্রত্যাশা হা শূন্য
গলা ডুবিয়েও যাকে পাওয়া দুস্কর
যাদের তলপেট শূন্য, চেতনা থাকেনা  
তাদের আবার জাত
শক্তিমত্তায়  যেখানে আগাছা গজায়
অপরিসীম  যন্ত্রণার খোলস পাল্টাতে গিয়ে
যে সত্যকে ডুবিয়ে মেরেছে অত্যন্ত যত্ন নিয়ে
যা  যুগের পর যুগ অতিলৌকিক


শেষ পর্যন্ত সেই - ই  যে প্রতি পত্তির ভিত্তিটাকে  ধসিয়ে দেবে
সে বিশ্বাস হয়তো সে করেনি
অদৃশ্য শৃঙ্খল লুকিয়ে রাখতে ভয় পায় নি এ কথা সত্য
কিন্তু যে শিকড় তার মস্তিষ্কের রস শোষণ করেই চলছে
তার কি ................
জীবন সরে যেতে যেতে সে ভুলেই গিয়েছিল -
প্রেম , প্রতিবাদ , আর সততা এক সাথে হয় না
বুদ্ধি - সে ঐ অদৃশ্য দেয়ালে ঘেরা
যাকে প্রায়শ  দেখা যায় - ডাস্টবিনের পাশে উপুড় হয়ে পরে থাকতে