মা গো , তোমায় যে খুব দেখতে ইচ্ছা করে !
কয়েক দশক পেরিয়ে গেল, চিরতরে—
তোমায় ছেড়ে চলে আসি ,
মাসির টানে অভিবাসী !
আপন হলেম না যে !
হৃদয়ের ছিন্ন তারে তোমারই সুর বাজে ।


সেই যে মোদের দখিন ধারে
আমন ধানের মাঠের পাড়ে
কাঁঠালচাঁপার ঝোপের পাশে
মোদের মত দুপুর বেলা আজো আসে ?
পাঠশালার সেই বাগান বাড়ি ,
যেখানে সাত সকালে তাড়াতাড়ি
যেতাম সদল-বলে !
সব স্মৃতিকে মুছে দিয়ে এলাম চলে ।


আজ বিকেল বেলার ফিকে রোদে—
অভিমানে শাস্তি মোরে যত পারো দে ,
মাথা পেতে নেব মা তা’
ভরে গেছে স্মৃতির পাতা ,
হাতে তো আর সময় বেশী নেই ,
আসব ফিরে , তোমার কোলে , ডাক দিবি মা যেই ।
জড়তা এসেছে দ্বারে ,
মাঝে মাঝে ক্ষণে ক্ষণে একটু একটু কড়া নাড়ে !
ইচ্ছা করে তোমার কোলে মাথা রাখি ,
শৈশবের সেই শান্তি নিয়ে চুপটি করে ঘুমিয়ে থাকি ,
নেবে আমায় কোলে ?
আদর করে হাত বাড়িও , ডাক দিও তা হলে ।


             ******************