নিতান্ত সাদা-মাটা ছোট্ট এ কবিতাটায়
দুর্বোধ্য শব্দ সম্ভার পঙক্তির কোথাও লেখা নেই ,
জানা অজানা জীবন ধারার শাখা প্রশাখার
গল্প - কাহিনীর কোন ভূমিকাও তাতে নেই ।
নেই তাতে সেকালের জোতদার জমিদারের শিকারে—
প্রতারিত বাস্তুহারা উপেনের মতো সর্বহারার কাহিনী ।
‘ নকসি কাঁথার মাঠের ’ পাড়ের লেখা সেই—
সাজু-রূপাইয়ের মতো নেই কোন মর্মান্তিক জীবন প্রবাহিনী ।
ধর্মান্ধ-গুরুর স্বেচ্ছাচারের কাহিনী নিয়ে
বিড়ম্বিতা শিষ্যার কোনো  নালিশের কথাও লেখা নেই ।
মস্তান আর গুন্ডাদের আড়াল করা শাসকের
একটি কথাও সে কবিতায় বলতে চায়নি কিছুতেই ।
ক্লেদাক্ত রাজনীতির পঙ্কিলতায় ডুবিয়া আকণ্ঠ
মুখোশের আড়ালে মুখ লুকাতে চাইছে যারা—
একছত্র লেখা নেই তাদের কুকীর্তি ,
অস্পষ্ট রয়েছে পুরো , একবারো দেয়নিকো নাড়া ।
অভুক্ত ছেলেটির আর্তনাদ মাখা পরিক্লিষ্ট পরিশ্রমে
মুমূর্ষ মায়ের চিকিৎসার কথাটাই শুধু লেখা আছে ।
ভয় হয় দেশের শাসককুলের সুখ-শয্যায়
ঘুম ভাঙানোর অপরাধে অপরাধী হয় পাছে ।


               ***************