প্রাণের ছোঁয়ায় গড়া ফুল বাগিচায়
বিষময় কাঁটাগাছ আর আগাছায়
ভরে গেছে চারিধারে
প্রসূনের হাহাকারে !
মালী ,তুমি এখনো ঘুমাও বিছানায় !


বেল-যুঁই-মল্লিকার ত্রাহি ত্রাহি রব ,
হে মালী , এখনো তুমি রহিবে নীরব !
কণ্টক গুল্ম কাটি’
করে বাগ পরিপাটি
ফেরাও প্রশান্তি আর মধু কলরব ।


কত শত মধুকর হতাশায় ফিরে যায় ।
গা করে ছমছম , শঙ্কায় চমকায় ,
অতন্দ্র নিশাচর
আনাগোনা বিস্তর ,
এখনো ঘুমিয়ে র’বে ধ্বংসের কিনারায় ?


জেগে ওঠো চটপট , নিড়ানিটা হাতে নাও ।
আগাছা করিয়া সাফ , কাঁটাগাছ উপড়াও
বাঁচাও পুষ্প - বীথি
সবকিছু যথারীতি ,
ফুলের আকুতি শোনো ,তাঁদেরে বাঁচাও ।
            ***************