ইচ্ছা করে হারিয়ে যেতে
দূর বনানী  , তেপান্তরের মাঠে ।
গ্রন্থি বিহীন বন্ধনেতে বন্দী আমি
হৃদয় বাঁধন ,ঘর সংসার পাটে ।
অযাচিত সুখী জীবন
তবু সদা বুক করে দুরদুর ,
চাকা কখন আসবে ঘুরে
নিয়ম মেনে লয়ে ব্যথার সুর ।
শঙ্কা নিয়ে কাটছে জীবন
সুখ-স্বপনে , সুখেও স্বাদ নেই ।
অবসাদে প্রহর গুণি
নিশিত রাতের নিদ-মহলেতেই ।
ভিতর আমি চাইছে মুক্তি
অনন্ত সেই অসীম জ্যোতির দিকে ,
বাহির আমি চায়না—‘এ সুখ
চিরতরে হয়ে যাক সে ফিকে ।’
দুই আমিতে হানাহানি
দ্বন্দ্ব-লড়াই চলছে অবিরত ।
বাহির সুখী ভিতর-আমি —
অবসন্ন , ক্ষত সে বিক্ষত ।
দুই আমিকে গ্রন্থি দিয়ে
কোনো সূত্রে যায় কি বাঁধা বল !
কেমন করে ধন্দ ঘোচাই
শঙ্কিত মন করছে টলমল ।
        ***********