সুদূর অতীতে এসেছে বিশ্বে মহান মানব জাতি ,
কত সুপুরুষ জিনিল জীবন ঘোচাতে তিমির রাতি ।
তবু আজো তার বিরাট অংশ অন্ধকারের মাঝে ,
মানুষ বলিয়া পরিচয় দিতে মরে যেতে হয় লাজে ।
ইতর প্রাণী এখনো রয়েছে সহজাত গুণে ভূষিত ,
মানবিক গুণ হারিয়ে মানুষ হয়ে আছে কলুষিত ।
কুকুর যদিও লোভী বলে লোকে, কিঞ্চিৎ দিলে তৃপ্ত ,
অদম্য লোভে পৃথিবীর লোক সবাই রয়েছে লিপ্ত ।
হিংসার লেলিহানে জ্বলছে হৃদয় অর্থের যত পোষ্যের ,
ছিনিয়ে নিচ্ছে ক্ষুধিতের অন্ন লোভী যত এই বিশ্বের ।
দুর্বলেরা সবলের হাতে মার খায় দেখি নিত্য ,
মানবতা বোধ হারিয়ে তাহারা নিঠুর করেছে চিত্ত ।
ক্ষুদে পিপীলিকা সহযোগিতায় বিশিষ্ট উপমেয় ,
মানুষ হয়েও মানুষ জাতিটা হয়ে গেছে যেন হেয় ।
পরার্থপরতা ,সহানুভূতি এ জাতির মাঝ থেকে
উঠে গেছে যেন চিরদিন তরে স্বার্থের ছবি এঁকে ।
‘সকলের তরে সকলে আমরা’— নিছক কবির কথা ,
স্বার্থের শৃঙ্খলে বেঁধেছে হৃদয় , ঘিরিয়াছে আবিলতা ।


কে করিবে ত্রাণ , কী মহাশক্তি আছে এ জগত মাঝে ?
মশাল জ্বালিয়ে বয়ে নিয়ে আসো সাজিয়া ত্রাতার সাজে ।
উত্তরণের উদ্যম লয়ে আসো হে মহাপুরুষ !
মানবতা দাও মানব হৃদয়ে , মানুষ করো হে মানুষ ।
                       ——০——