অন্ধের যষ্ঠি এক সার্থক সত্যি প্রবচন ,
বাস্তবতার নিরিখে তুমি অনিবার্য সাথী ,
সঙ্গীহীন হলে তুমি ,
মুষড়ে পড়ে দৃষ্টিহীনের অসহায় মন ,
বৃদ্ধ বয়সে তুমি সর্বক্ষণের সঙ্গী হয়ে থাকো ,
তোমার ক্ষমতা অসীম ।
লাঠালাঠি লেগে গেলে—
নারদের ভূমিকা তুমি করিয়া গ্রহন—
রক্ত ক্ষরণে তুমি হাত তালি দিয়ে নেচে ওঠো ।
তোমার একটি ঘায়ে
কখনো বা প্রাণবায়ু হয় নিঃশেষ ।
শিশুদের কাছে বদলে যায় ভূমিকা তোমার ,
তাদের হাতে তুমি খেলার সামগ্রী হয়ে ওঠো ।
জমিদারী আমলে তোমার মর্যাদা ছিল সীমাহীন ,
দামী তেল মর্দিত হত দেহ বল্লরীতে ,
পোশাকী ভাষায় ছিলে কেতা দুরস্ত ,
তোমাকে উঁচিয়ে ধরে শাসাত সে আম জনতাকে ।
তোমাকে চাই বা না চাই—
বিভিন্ন চরিত্রে তুমি অভিনয় করো ।
একদিন হয়তো তুমি সবারই সঙ্গী হয়ে
সহায়ের হাত দেবে বাড়িয়ে তাদের ,
সেদিনের প্রতীক্ষা কেউ করে না কখনো ,
তোমার সাহায্য ছাড়া
চলে যেতে পারে যেন ওই পাড়েতে ।
তবু যদি এসে পড়ো মুষ্টিবদ্ধ হাতে ,
স্বনির্ভর থাকতে দিও সবার জীবন—
তোমার ক্ষমতা একটু করিয়া লাঘব ।
                    —০—